রবিবার ● ৩০ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিার কারণে মানুষের চরম দুর্ভোগ
সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিার কারণে মানুষের চরম দুর্ভোগ
সংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সয়াবিন তলের এই লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে স্বল্প আয়ের শ্রমজীবী এবং সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। তারা বলেন, লিটার প্রতি তেলের মূল্যবৃদ্ধি ও ভ্যাটের কারণে ৫ লিটার তেল কিনতে মানুষের এখন বাড়তি ব্যয় হবে ২২৩ টাকা। তারা উল্লেখ করেন গত সাতমাসে লিটার প্রতি সয়াবিন তেলের মূল্য ৪৫ টাকা বাড়ানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন করোনা মহামারিজনীত দুর্যোগ ও বাজারের আগুনের কারণে কোটি কোটি মানুষ চরম দুঃখ কষ্টের মধ্যে আছে। এই অবস্থায় ভোজ্যতেলের এই মূল্য বৃদ্ধি মানুষের জীবনে মরার উপর খাড়ার ঘায়ের মত। নেতৃবৃন্দ উল্লেক করেন বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রন না থাকায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, সবজিসহ প্রায় প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বি। বাস্তবে অসৎ সিণ্ডিকেট ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করে ফেলেছে। বাজারে গেলে মনে হয় না দেশে কোন সরকার আছে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন তেল আমদানিতে সরকার কর ছাড় দিলে কোনভাবে সয়াবিনের দাম এত বৃদ্ধি পেতে পারে না। নেতৃবৃন্দ সয়াবিন তেলের কর ছাড় দিয়ে তেলের দাম কমানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবী জানান। একই সাথে তারা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।