মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে তাঁর উচ্চতর চিকিৎসা পাবার সুযোগ নিশ্চিত করুন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে তাঁর উচ্চতর চিকিৎসা পাবার সুযোগ নিশ্চিত করুন
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ করোনা পরিস্থিতি, মানুষের ঈদযাত্রাসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। রাজনৈতিক পরিষদের মিটিং এ গৃহীত এক প্রস্তাবে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জটিল শারীরিক অবস্থা ও উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক হিসাব-নিকাশের বিষয় হিসাবে না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন। প্রস্তাবে গুরুতর শারীরিক অবস্থায় তাঁকে জামিন দিয়ে তাঁর পছন্দ অনুযায়ী দেশে চিকিৎসা নেবার সুযোগ করে দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয় এবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে বারংবার মানবিকতার কথা বললেও তারপর সরকার কেন এই অবস্থান থেকে সরে আসলো দেশবাসীর কাছে তা বোধগম্য নয়। প্রস্তাবে উল্লেখ করা হয় বর্তমান সরকারের আমলেই সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিনের উদাহরণ রয়েছে, দেশে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিদেশেও চিকিৎসার নজির রয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয় আইনের যে ধারায় খালেদা ঝিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে বিশেষ বিবেচনায় সেই ধারাতেই চিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারেন। প্রস্তাবে আশাবাদ ব্যক্ত করা হয় যে, সরকার এই ব্যাপারে আর পানি ঘোলা না করে অচিরেই তাঁর বিদেশ যাত্রার সুযোগ নিশ্চিত করবেন।
রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত আরেক প্রস্তাবে করোনা মহামারী মোকাবেলায় দেশে টিকা সংকটের জন্য সরকারের অদূরদর্শীতা ও একচোখা নীতিকে দায়ী করা হয় এবং সম্ভব সমস্ত উপায়ে টিকা আমদানী ও দেশে টিকা উৎপাদনে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বাত্মক উদ্যোগ নেবার আহ্বান জানানো হয়। একই সাথে সভার প্রস্তাবে সরকারের স্ববিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণের ঈদযাত্রা নিরাপদ করারও আহ্বান জানানো হয়। সভায় গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশী নির্যাতনের নিন্দা জানানো হয় এবং আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসার দাবি জানানো ঞয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।