বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো সঙ্কুচিত করায় বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ প্রকাশ
জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো সঙ্কুচিত করায় বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের জন্য জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত না করে দিয়ে সঙ্কুচিত করার সরকারি ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ ২৫ মার্চ, বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব থেকে দেশের ১৭ কোটি মানুষকে বিচ্ছন্ন করে দিয়ে কেবল মাত্র সরকার ও তাদের দলীয় নেতৃবৃন্দ ও বিদেশি অতিথিদের শ্রদ্ধা জানানো নির্বিঘœ করতে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর বিষয়টি সঙ্কুচিত করে দেয়া হয়েছে। সাভার, আশুলিয়া, নবীনগরের মানুষদের অবরুদ্ধ করা হবে। স্মৃতিসৌধ অভিমুখী পরিবহণ বন্ধ করে দেয়ায় এবং সময় নির্ধারণ করে দেয়ায় জনগণের পক্ষে স্মৃতিসৌধে যেয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর সুযোগ সঙ্কুচিত করে দেয়া হয়েছে। বাম জোটের নেতৃবৃন্দ সরকারের এই ঘৃণ্য সিদ্ধান্ত ও সুবর্ণজয়ন্তী একদলীয় উৎসব পালনের নিন্দা জানিয়ে এবার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীকাল ২৬ মার্চ, সকাল সাড়ে ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট জমায়েত হয়ে ‘শিখা চিরন্তন’এ পুষ্পমাল্য অর্পণ করার ঘোষণা দিয়েছে। বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ জোটভুক্ত সকল দল ও গণসংগঠনসমূহকে ‘শিখা চিরন্তন’ এ পুষ্পমাল্য অর্পণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সভায় আরেক প্রস্তাবে আজ মতিঝিলে ছাত্র-যুব অধিকার পরিষদের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়।
জোট সমন্বয়ক ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা আমেনা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান।
স্বাধীনতা দিবসের কর্মসূচি
আগামীকাল ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট জমায়েত হয়ে ‘শিখা চিরন্তন’এ পুষ্পমাল্য অর্পণ করা হবে। বাম গণতান্ত্রিক জোটভুক্ত সকল দল ও গণসংগঠনসমূহ ‘শিখা চিরন্তন’ এ পুষ্পমাল্য অর্পণ করবে।