রবিবার ● ৭ মার্চ ২০২১
প্রথম পাতা » ছবিঘর » পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা বিধান ছাড়া নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে না- সাইফুল হক
পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা বিধান ছাড়া নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে না- সাইফুল হক
ঢাকা :: আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে শ্রমজীবী মেহনতি নারীসহ দেশের নারী সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতা বিধান ছাড়া নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে না। তিনি বলেন, সংবিধানে নারীর সমঅধিকারের কথা বলা হলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও নারীর সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা যায়নি। নারী এখনও শ্রেণীশোষণ ও পুরুষতান্ত্রিক শোষণ-নিপীড়ন ও বঞ্চনার শিকার। নারীর উপর নির্যাতন-নিপীড়ন-সহিংসতা, হত্যা-ধর্ষণ-নারী ও শিশু পাচার, মজুরী বৈষম্য এখনও পর্যন্ত রাষ্ট্র ও সমাজের জন্য বড়া লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বিবেচনা না করে বিজ্ঞাপনের বড় পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, অর্থনীতিতে নারীদের যে অবদান তারও উপযুক্ত স্বীকৃতি নেই। বস্তুত; নারীকে এখনও পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবে গণ্য করা হচ্ছে। পশ্চাৎপদ কূপমণ্ডুক ধ্যান-ধারণা ও নানামুখী প্রচারণাও নারীকে পিছিয়ে দিচ্ছে। তিনি বলেন, নারীমুক্তি ছাড়া সামাজিক মুক্তি নেই। দেশের অর্ধেক জনগোষ্ঠিকে সমমর্যাদা না দিয়ে সমাজ ও রাষ্ট্র কোনভাবেই নিজেকে সভ্য ও গণতান্ত্রিক দাবি করতে পারে না।
তিনি নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সকল আইন বিলোপ করার দাবি জানান। একই সাথে তিনি নারী মুক্তি অর্জনে নারীদের পাশাপাশি পুরুষদেরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
পার্টির বিভিন্ন স্তরের সংগঠন নারী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।