শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » ছবিঘর » কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের, বিভিন্ন সংগঠনের সংহতি
কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের, বিভিন্ন সংগঠনের সংহতি
ঢাকা :: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু আজ এক যুক্ত বিবৃতিতে কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার দাবি করেন।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকলীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। এই ২৪ বছরে অপহরণের তদন্ত কাজই শেষ হয়নি। গ্রেফতার হয়নি অপরাধী। বরং কল্পনা চাকমার অপহরণকারী লেফট্যান্ট ফেরদৌস ও তার সহযোগীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আজ কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর। ২৪ বছরে কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ।
কল্পনা চাকমা অপহরণের ২ যুগ পূর্তিতে বিচার চেয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের সংহতি
১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস, ভিডিপি কমান্ডার নুরুল হক ও পিসি সালেহ আহম্মদ’র নেতৃত্বে অপহৃত হয়েছিলেন কল্পনা চাকমা। এ ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয় এবং প্রতিবাদ-বিক্ষোভের ঝড় তুলে। কিন্তু ১৯৯৬ থেকে ২০২০ দীর্ঘ দুই যুগেও বিচার হয়নি চিহ্নিত অপহরণকারীদের। উপরন্তু এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং অপরাধীদের রক্ষা করতে নানা চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।
হিল উইমেন্স ফেডারেশন প্রতিবছর এই দিনটি গুরুত্ব সহকারে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচীর মাধ্যমে পালন করে থাকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এই বছর দিনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রতিবাদের মধ্য দিয়ে ভিন্নভাবে পালিত হচ্ছে। হিল উইমেন্স ফেডারেশনের এই অনলাইন প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন, প্রগতিশীল ব্যক্তি ও নাগরিক সমাজ ভয়েস মেসেজ, ভিডিও বার্তা, কবিতা আবৃত্তি ও নানাভাবে সংহতি জানিয়েছেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক ভিডিও বার্তায় বলেন, আমরা ভাষার জন্য লড়াই করেছি, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছি, ’৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছি কিন্তু নতুন রাষ্ট্র বাংলাদেশে বাঙালি ভিন্ন যে অপরাপর জাতিসত্তাসমূহ রয়েছে তাদের এই শাসকশ্রেণী সংবিধানে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। বরং সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে পাহাড়িদের তোমরা বাঙালি হয়ে যাও। ফলে বাংলাদেশ রাষ্ট্রের শাসকশ্রেণীর জাতিবিদ্বেষ শুরু থেকে প্রকাশিত হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনকে পাঠানো এক লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী মেঘনা গুহঠাকুরতা হতাশা প্রকাশ করে বলেন, কল্পনা চাকমার অপহরনের কয়েক ঘন্টা পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার মাধ্যমে জনগণ একটি সরকার নির্বাচন করেছিল যেখানে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং মনে হয়েছিল যে ন্যায়বিচার দিনের আলো দেখতে পাবে! কিন্তু ২৪ বছরেও বিচার হয়নি।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে দ্রুত বিচারে দাবী জানিয়ে বলেন, ২৪ বছরেও তদন্তের কাজ শেষ হয়নি, গ্রেফতার হয়নি অপরাধী। অথচ লে: ফেরদৌস ও তার সহযোগীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গৌরচাদ ঠাকুর এক ভিডিও বার্তায় বলেন, পাহাড়ে নারী সমাজরে কণ্ঠস্বর কল্পনা চাকমাকে রাষ্ট্র যখন গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে পারছিল না, তখন তারা অপহরণ করে বেছে নেয় স্বৈরতান্ত্রিক কায়দা।
কল্পনা অপহরনের ২৪ বছরেও বিচার হয়নি। চিহ্নিত অপহরণকারী লে: ফেরদৌস ও তার সহযোগীদের বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার অভিমত জানিয়ে ভিডিও বার্তা দেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা।
এছাড়া সংহতি জানিয়ে লিখিত কবিতা পাঠিয়েছেন ছাত্র গণমঞ্চের সাবেক সভাপতি ও কবি সাঈদ বিলাস, কল্পনা চাকমাকে নিয়ে লিখিত কবিতা পাঠ করেন শিক্ষার্থী হেমা চাকমা, সংহতি জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপি সভাপতি বিপুল চাকমা, আমেরিকা প্রবাসী প্যারিস চাকমা প্রমুখ।