রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাসকশ্রেণী ও সরকারসমূহের হীনমন্যতা, পরনির্ভরতা, বিকৃত মানসিকতা ও শ্রেণীপক্ষপাতের কারণে ৪৯ বছরেও বাংলা উপযুক্ত মর্যাদা পায়নি
শাসকশ্রেণী ও সরকারসমূহের হীনমন্যতা, পরনির্ভরতা, বিকৃত মানসিকতা ও শ্রেণীপক্ষপাতের কারণে ৪৯ বছরেও বাংলা উপযুক্ত মর্যাদা পায়নি
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন মাতৃভাষার পূর্ণাঙ্গ মর্যাদা এবং রাষ্ট্রীয় ও সমাজ জীবনের সর্বত্র মাতৃুভাষার উপযুক্ত ব্যবহার ব্যতিরেকে আমাদের জনগণের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, আমাদের মাতৃভাষা আমাদের আত্মপরিচয়। আমাদের ভাষা আমাদের চৈতন্যেরও বহিঃপ্রকাশ। ভাষা যেমন আমাদের স্বাতন্ত্র ও বৈশিষ্ট্যকে তুলে ধরে তেমনি এই ভাষার মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষির জনগণের সাথে আমরা আমাদের সেতুবন্ধন তৈরী করতে পারি।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন স্বাধীনতার ৪৯ বছর পরও আমরা আমাদের ভাষাকে উপযুক্ত মর্যাদায় উন্নীত করতে পারিনি। শাসকশ্রেণী ও সরকারসমূহের হীনমন্যতা, পরনির্ভরতা, বিকৃত মানসিকতা ও শ্রেণীপক্ষপাতযুক্ত মনোভাবের কারণে সর্বত্র বাংলা তথা মাতৃভাষা উপযুক্ত মর্যাদা পায়নি। কিছু টোটকা পদক্ষেপ আর আনুষ্ঠানিকতার মধ্যে মাতৃভাষার চর্চা সীমাবদ্ধ রাখা হয়েছে। তিনি মাতৃভাষার উপর জনগণের সকল অংশের অধিকার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভাষা শহীদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি-
ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী পার্টির সকল স্তরের সংগঠন আগামীকাল ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবে।
ঢাকায় সকাল ৭টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।