শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » খেতাব বিতর্ক অনভিপ্রেত -বাম গণতান্ত্রিক জোট
খেতাব বিতর্ক অনভিপ্রেত -বাম গণতান্ত্রিক জোট
ঢাকা :: খেতাব বিতর্ককে অনভিপ্রেত আখ্যায়িত করে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ১৩ ফেব্রুয়ারি সংবাদপত্রে প্রকাশের জন্য নিম্নলিখিত বিবৃতি প্রদান করে। বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আকাক্সক্ষা বাস্তবায়ন না করে ত্রিশ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে প্রাপ্ত মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত ধারায় দেশ পরিচালনা করে খেতাব বিতর্ক সৃষ্টি করা অনভিপ্রেত। এ মুহূর্তে দেশে-বিদেশে বাংলাদেশ নিয়ে আলোচিত ঘটনাবলী থেকে দৃষ্টি সরিয়ে নিতে এ ধরণের বিতর্কের সূত্রপাত করা হয়েছে বলে জনগণ মনে করে। নেতৃবৃন্দ বলেন এ ধরনের সিদ্ধান্ত রাজনীতিতে বিদ্যমান বিরোধ- বৈরীতাকে আরও উস্কে দিবে। বিবৃতিতে তারা অপ্রয়োজনীয় খেতাব বিতর্ক সৃষ্টি না করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট নিরসনে মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান।