বুধবার ● ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাংবাদিক মিজানুর রহমান খান এর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
সাংবাদিক মিজানুর রহমান খান এর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
ঢাকা :: দেশের বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান এর মরদেহে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে মিজানুর রহমানের মরদেহ আনা হলে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খানসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ মিজানুর রহমান খান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন এবং জানাযায় শরীক হন।