বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » জনশৃঙ্খলার অজুহাতে রাজধানীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল
জনশৃঙ্খলার অজুহাতে রাজধানীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পূর্ব অনুমতি ছাড়া ঢাকা মহানগরের সভা-সমাবেশের উপর পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান এবং বলেন, পুলিশী এই নিষেধাজ্ঞা নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল। তিনি বলেন, জনশৃঙ্খলার যে অজুহাতে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পুরোপুরি অযৌক্তিক। এই নিষেধাজ্ঞা বজ্র আটুনি ফস্কা গেরোর মত। করোনার মধ্যে দায়দায়িত্বহীনভাবে সবকিছু খুলে দিয়ে এখন সভা-সমাবেশে বিধিনিষেধ বিরোধী কন্ঠ দমনে সরকারের স্বৈরতান্ত্রিক তৎপরতারই অংশ। এই ধরনের বিধি নিষেধ দেশকে ক্রমান্বয়ে আরো শক্তপোক্তভাবে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকারি দল তাদের সহযোগি সংগঠন এবং সমর্থকদের সভা-সমাবেশের জন্য পূর্বানুমতির প্রয়োজন হয় না। অথচ বিরোধী দলকে অসংখ্য শর্তে সভা-সমাবেশ-মিছিল করতে হয়। পুলিশ যে সীমা বেধে দেয় তার মধ্যেই তাদেরকে থাকতে বলা হয়। এইভাবে একদেশে দুই ধারা, দুই আইন চালু রয়েছে। এটা চলতে পারে না। তিনি বলেন, পুলিশ এখন রাজনীতির সীমানা ঠিক করে দিচ্ছে। সরকার ও সরকারি দলকে খুশী রাখতে বিরোধীদের দমনে তারা যখন তখন বল প্রয়োগ করে চলেছে। পুলিশী বাড়াবাড়ি ও নির্যাতন-নিপীড়নের কারণে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিবৃতিতে তিনি ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর পুলিশী বিধিনিষেধ অনতিবিলম্বে প্রত্যাহার করে নাগরিকদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।