শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » আলী যাকের ছিলেন নার্ট্য আন্দোলনের পথিকৃৎ সংগঠক
আলী যাকের ছিলেন নার্ট্য আন্দোলনের পথিকৃৎ সংগঠক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিশিষ্ট অভিনেতা ও নাট্যজন বীরমুক্তিযোদ্ধা আলী যাকের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক বহুমাত্রিক কৃতি সন্তানকে হারিয়েছে। শব্দসৈনিক হিসাবে মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ সংগঠক হিসেবে গত পাঁচ দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর অভিনয়ের ক্ষেত্রে তিনি যে নতুন মাত্রা যুক্ত করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। এদেশের কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। একজন আলী যাকের এর শুন্যতা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি আলী যাকের এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সামরিক স্বৈরতন্ত্র বিরোধী ৯০’র গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
আজ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী ৯০’র গণঅভ্যুত্থানের বীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তাঁর কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পার্টি ঢাকা বিশ^বিদ্যালয় চত্ত্বরে মিলন স্মৃতিস্তম্ভে ও পুস্পস্তবক অর্পণ করে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাকসহ মহানগর নেতৃবৃন্দ পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।