মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সরকারের দুর্নীতি বিরোধী অভিযান প্রচার সর্বস্বতায় পর্যবসিত হয়েছে : কমরেড সাইফুল হক
সরকারের দুর্নীতি বিরোধী অভিযান প্রচার সর্বস্বতায় পর্যবসিত হয়েছে : কমরেড সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দুর্নীতি আর দুর্নীতিবাজেরাই ক্রমান্বয়ে সরকারকে গিলে ফেলছে। করোনা মহামারীর সাথে পাল্লা দিয়ে দুর্নীতির মহামারী চলছে। করোনা দুর্যোগকে দুর্নীতিবাজরা সুযোগ হিসাবে গ্রহণ করছে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়াতেই এসব দুর্নীতি চলছে। প্রায় প্রতিদিনই দুর্নীতির বিস্ময়কর ও রোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন দুর্নীতির যেসব ঘটনা বেরিয়ে আসছে তা নিছক খণ্ডাংশ মাত্র। অধিকাংশ মেগা দুর্নীতিবাজেরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারী এক ধরনের দায়মুক্তির সুবিধা ভোগ করছে। তিনি বলেন, দুর্নীতিবাজ মাফিয়া-সন্ত্রাসীরা এখন রাজনীতির ও অর্থনীতির নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে। এদের হাতে এখন অর্থনীতি ও রাজনীতির ক্ষমতার অনেকখানি কেন্দ্রীভূত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এরা এখন সরকারের অংশ হয়ে দাঁড়িয়েছে। সরকার এদের হাতে জিম্মি কিনা সেই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। সরকারের দুর্নীতিবিরোধী অভিযান প্রচার সর্বস্বতায় পর্যবসিত হয়েছে। দুদকের দুর্নীতি বিরোধী অভিযানেরও বাস্তবে কোন কার্যকারীতা নেই।
তিনি এই অবস্থার পরিবর্তনে সরকারের ভিতর-বাইরের দুর্নীতি আর দুর্নীতিবাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা মহানগরের সদস্যদের এক সভায় তিনি উপরোক্ত আহ্বান জানান।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, মহানগর কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, মোজাম্মেল হক, সাহাদাৎ হোসেন খোকন, কালাম আজাদ, জোনায়েত হোসেন, মো. রিয়েল, সালমান মিয়া, বিলকিস বেগম, বিপ্লব হোসেন খান, খোকন মন্ডল প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের অবিলম্বে পুনর্বাসনের দাবি জানানো হয়।
সভার শুরুতে দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
কলামিস্ট বীরমুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, বীরমুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে সংবাদপত্র জগত এক গুণী সম্পাদক হারিয়েছে; দেশ হারিয়েছে এক কৃতি সন্তানকে। তাঁর মৃত্যুতে এক বড় শূন্যতা তৈরী হল।
বিবৃতিতে তিনি বলেন, গত প্রায় পাঁচ দশক ধরে তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে যুক্ত। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উল্লেখ করেন টেলিভিশন টকশোতেও তিনি তার যুক্তিগ্রাহ্য মননশীল চিন্তাচেতনার পরিচয় দিয়েছেন। তিনি উল্লেখ করেন সৎ, নির্লোভ, মৃদুভাষী ও বন্ধুবৎসল মুনীরুজ্জামান নানা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি মুনীরুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।