রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » শ্রমিক আন্দোলনের প্রবীণ নেতা শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
শ্রমিক আন্দোলনের প্রবীণ নেতা শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার এক বিবৃতিতে প্রবীণ শ্রমিক নেতা ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের শ্রমিক আন্দোলন তাদের নিবেদিতপ্রাণ এক নেতাকে হারিয়েছে। তিনি বলেন, শফিউদ্দীন আহমেদ ষাট এর দশক থেকে দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক হিসাবে ভূমিকা পালন করে এসেছেন। স্বৈরতন্ত্র বিরোধী গণআন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। স্বল্পভাষী, বিনয়ী, বন্ধু ও কর্মীবৎসল শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে শ্রমিক আন্দোলনে যে শূন্যতা তৈরী হল তা সহজে পূরণ হবার নয়। দীর্ঘ কয়েক দশক নারায়নগঞ্জে ড্রেজার শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি শফিউদ্দীন আহমেদ এর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।