বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু চলে গেলেন না ফেরার দেশে
জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু চলে গেলেন না ফেরার দেশে
নারায়ণগঞ্জ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে চলে গেলেন না ফেরার দেশে।
তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু।
তারা বলেছেন, বিপ্লবী গোলাম ইয়াজদানী খান মিনু ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ’৬৯এর গণ অভ্যূত্থান থেকে স্বৈরাচার বিরোধী ’৯০এর গণ অভ্যূত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের অকৃতিম বন্ধু। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লেজুড়বৃত্তি ধারার বিপরীতে মার্কসবাদী বিপ্লবী ধারাকে সমুন্নত রাখতে তিনি পার্টিকে পুনর্গঠনে নেতৃত্ব দান করেন। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব গ্রহন করেন।
তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ একজন অভিভাবককে হারালো।
প্রবীণ নেতা গোলাম ইয়াজদানি খান মিনু মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রবীণ নেতা পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সভাপতি গোলাম ইয়াজদানী খান মিনু আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ্য ছিলেন। বিকালে জানাজার নামাজের পর নারায়নগঞ্জে ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিভিন্ন শ্রেণীপেশার সংগঠনের পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পার্টির প্রবীণ নেতা নারায়নগঞ্জের প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক গোলাপ ইয়াজদানী খান মিনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার মৃত্যুতে দেশের প্রগতিশীল আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও নেতাকে হারিয়েছে। ষাট দশকে ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) থেকে তার রাজনৈতিক জীবনের সূচনা, মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আজীবন প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। নারায়নগঞ্জে জীবন বীমা কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবেও তিনি শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অমায়িক, বন্ধু বৎসল ও উষ্ণ হৃদয়ের মানুষ, শ্রমজীবী মানুষের আপনজন।
বিবৃতিতে তিনি গোলাম ইয়াজদানি খান মিনুর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।