মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
ঢাকা :: এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণআন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নূর হোসেন স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য ইমরান হোসেন, জোনায়েত হোসেন প্রমুখ।
বাসদ এর প্রাক্তন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা কমরেড আ.ফ.ম মাহবুবুল হক এর ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
আজ বাসদের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা কমরেড আ.ফ.ম মাহবুবুল হক এর ৩য় মৃত্যুবার্ষিকীতে সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ে তাঁর সম্মানে নির্মিত অস্থায়ী বেদীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।