বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক
সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: সংহতি সংস্কৃতি পরিষদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু এবং সাধারণ সম্পাদক অ্যাপোলো জামালী আজ এক বিবৃতিতে বীরমুক্তিযোদ্ধা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সংগঠক গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক কৃতী সন্তানকে হারিয়েছে, সাংস্কৃতিক জগৎ হারিয়েছে এক পুরোধা নেতৃত্বকে।
বিবৃতিতে তারা বলেন, ষাট দশকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আনোয়ার খান জুনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রমিক, কৃষকসহ গণমানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন মুক্তির সংগ্রামী ও বন্ধুবৎসল, নিবেদিতপ্রাণ হায়দার আনোয়ার খান জুনোর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তারা বলেন, তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।