সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৈরাজ্যের বিস্তৃতিতে ক্ষমতাবানদের যা খুশী তাই করার বেপরোয়া আচরণ বেড়ে চলেছে
নৈরাজ্যের বিস্তৃতিতে ক্ষমতাবানদের যা খুশী তাই করার বেপরোয়া আচরণ বেড়ে চলেছে
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ী থেকে নেমে সাংসদের পুত্র ইরফান সেলিম ও তার সহযোগিদের দ্বারা নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এসব ঘটনা ক্ষমতার দম্ভ আর মদমত্তার উলঙ্গ বহিঃপ্রকাশ। এই ধরনের ঘটনা নতুন বা আকস্মিক নয়। মাঝে মধ্যেই ক্ষমতাসীনেরা এই ধরনের বেপরোয়ার অপরাধমূলক তৎপরতা সংঘটিত করেন এবং অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার জোরেই আবার তারা পার পেয়ে যায়। প্রভাবশালী ও ক্ষমতাশালীরা প্রায় রাস্তায় সিগন্যাল অমান্য করেন, উল্টো পথে যাবার চেষ্টা করেন। তাদের ক্ষমতা ও প্রভাবের দৌরাত্বে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরাও অনেক সময় অসহায় বোধ করেন। বিক্ষুব্ধ থাকলেও বেশীরভাগ ক্ষেত্রে তারা কিছু করতে পারে না।
বিবৃতিতে তিনি ভিআইপিগিরি সংস্কৃতির কারণে প্রতিনিয়ত নিরীহ মানুষকে হয়রানি, কখনও কখনও হামলা-আক্রমনের শিকার হতে হয়। তিনি বলেন, ক্ষমতাবানেরা অধিকাংশ ক্ষেত্রে কোনকিছুকেই পাত্তা দেয় না। সাধারণ নিয়ম-কানুন, বিধি-বিধানকেও তারা আমলে নেয় না। ক্রমবর্ধমান সামাজিক নৈরাজ্যের বিস্তৃতির ফলে ক্ষমতাবানদের যা খুশী তাই করার মনোভাব বাড়ছে। এ ধরনের পরিস্থিতি জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগ ও উৎকন্ঠার।
বিবৃতিতে তিনি নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলাকারী সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে তিনি ক্ষমতাবান এসব অপরাধীদের যাবতীয় অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।