বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় » নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে এগিয়ে আসুন- সাইফুল হক
নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে এগিয়ে আসুন- সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২১ অক্টোবর বুধবার এক বিবৃতিতে নৌযান ধর্মঘট অবসানে অনতিবিলম্বে কার্যকরি পদক্ষেপ নিতে নৌযান মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন নৌযান ধর্মঘটের ফলে পণ্য পরিবহনে ইতিমধ্যে অচলাবস্থা ও বিপর্যয় দেখা দিয়েছে। তিনি ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনেরর ১১ দফা যৌক্তিক ও গণতান্ত্রিক দাবিসমূহ বাস্তবায়নে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিস্টদের প্রতি অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কর্মরত নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, খাবারের ব্যবস্থা, নৌপথে ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা করা, নদীতে সঠিকভাবে বয়া স্থাপন, পরীক্ষা বোর্ডে দুর্নীতি বন্ধ, মেরিন কোর্টে হয়রানি বন্ধেল যৌক্তিক দাবিসমূহ নিয়ে দীর্ঘদিন ধরে নৌ শ্রমিকেরা আন্দোলন করে আসছে। অথচ এই পর্যন্ত নৌযান মালিক ও সরকার এইসব ব্যাপরে উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
তিনি জেদ ও একগুয়েমী পরিহার করে নৌযান শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে নৌযান মালিক সমিতি ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।
তিনি ধর্মঘটরত শ্রমিকদের ঐক্য জোরদার করারও আহ্বান জানান।