শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা - নোয়াখালী অভিমুখে লং মার্চে ছাত্রলীগ, যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সারাদেশে সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ছাত্র-তরুণ-নারীদের শান্তিপূর্ণ এই লংমার্চে হামলা করার মধ্য দিয়ে সরকারি দল আবারও একবার প্রমাণ করলো তারাই মূলত ধর্ষকদের পাহারাদার এবং আশ্রয়-প্রশ্রয়দাতা।
বিবৃতিতে তিনি বলেন, একদিকে সরকারদলীয় লোকজন ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজী, দখলদারী নির্বিচারে সংগঠিত করেছে এবং এইসব ঘটনা আবার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অন্যদিকে এর প্রতিবাদ করলে, প্রতিবাদীদের উপর হামলা আক্রমন করছে। পুলিশসহ গোটা প্রশাসন সরকারি এই কর্মকাণ্ড প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রকারান্তরে ক্ষমতাসীনদেরই সহায়তা করছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানা নামে সংগঠন গড়ে তুলে খুন, ধর্ষণ এবং রাম রাজত্বের ঘটনার কোন বিচারই সরকার করছে না। বিচার না করায় সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনায় ক্রমান্বয়ে এইসব ঘটনা বেড়েই চলছে। বিচারহীনতার রেওয়াজ একটা সাধারণ নিয়মে পরিণত হচ্ছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে লং মার্চে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি দেশে ঘটে যাওয়া সকল ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। একই সাথে তিনি এই ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।