বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ছাত্র সংহতির প্রতিবাদী মানববন্ধনে বক্তারা : শিক্ষাঙ্গণে যৌন সন্ত্রাস রুখতে হবে
বিপ্লবী ছাত্র সংহতির প্রতিবাদী মানববন্ধনে বক্তারা : শিক্ষাঙ্গণে যৌন সন্ত্রাস রুখতে হবে
ঢাকা :: শিক্ষাঙ্গণসহ হত্যা-ধর্ষণ, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিবাদী মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার প্রতিবাদ বন্ধ করলে দেশ ধর্ষক, দুর্বৃত্ত আর লুটেরাদের লীলাভূমিতে পরিণত হবে। এখুনি ধর্ষক-দুর্বৃত্তদের রুখে দিতে না পারলে এই দেশ আর বাসযোগ্য থাকবে না। তারা বলেন, করোনা মহামারী-দুর্নীতির মহামারী আর ধর্ষণের মহামারী দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় সমাজবিরোধী এই অপরাধীরা আজ পুরোপুরি বেপরোয়া। সরকার দেশ চালাতে না পারায় সামাজিক নৈরাজ্য বেড়ে চলেছে। এর সুযোগ গ্রহণ করছে ধর্ষক, লম্পট আর গণবিরোধী দুশমনেরা। শিক্ষাঙ্গণকেও এরা কলুষিত করে ফেলেছে। শিক্ষাঙ্গণে যৌন সন্ত্রাসও বেড়ে চলেছে। দেশের ছাত্র-তরুণেরা এই পরিস্থিতি বরদাসত করতে পারে না। তারা এই পরিস্থিতি উত্তরণে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান। একই সাথে তারা জবরদখল-দুর্নীতি ও কর্তৃত্ববাদী অপশাসনের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন।
বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়জুর রহমান মুনীরের সভাপতিত্বে এই প্রতিবাদী মানববন্ধনে ছাত্র সংহতির নেত্রী তিথি সুবর্ণা, বিপ্লব হোসেন খান, জোনায়েত হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নারী নেত্রী, বহ্নিশিখা জামালী, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, খেতমজুর ইউনিয়ন নেতা আকবর খান, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, পাদুকা শ্রমিক নেতা মো. ইমরান হোসেন প্রমুখ।