বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় » দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় সামাজিক নৈরাজ্যের সুযোগে ধর্ষকেরা বেপরোয়া
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় সামাজিক নৈরাজ্যের সুযোগে ধর্ষকেরা বেপরোয়া
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে ধর্ষক ও নারী নিপীড়কদেরকে রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন এবং বলেছেন ধর্ষক-লম্পট-খুনী ও নির্যাতনকারীরা রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার জোরে নিজেদেরকে আইনের ঊধ্বে মনে করে। এ কারণে তারা লাগামহীন ও বেপরোয়া। তিনিব বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে উলঙ্গ করে নিপীড়নের ঘটনা ভয়ানক ও পাশবিক। তিনি ক্ষোভের সাথে বলেন, নির্যাতনের ভিডিও প্রকাশ না হলে অনেক বর্বরোচিত ঘটনার মত এই ঘটনাও ধামাচাপা পড়ে যেত। এসব ঘটনার দায়দায়িত্ব অবশ্যই স্থানীয় প্রশাসন ও সরকারকেই বহন করতে হবে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা আর দুর্নীতির মহামারীর সাথে এখন ধর্ষণ ও নারী নিপীড়নের মহামারী যুক্ত হয়েছে। দেশ পরিচালনায় সরকারের অকার্যকারীতায় উদ্বেগজনক সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে। এর সাথে যুক্ত মূল্যবোধের গুরুতর অবক্ষয়। অতীতে অসংখ্য রোমহর্ষক ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীরা পার পেয়ে যাওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
তিনি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনাসমূহ বিচারে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে সম্ভব দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, ধর্ষকদেরকে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার চিন্তা ভয়ানক। আইনের শাসনে বিশ^াসী কোন সমাজ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দাবি অনুমোদন করতে পারে না।
তিনি হত্যা, গুম, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।