রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনা দুর্যোগ অনেক শিক্ষার্থীর ঝরে পড়ার আশঙ্কা সৃষ্টি করেছে
করোনা দুর্যোগ অনেক শিক্ষার্থীর ঝরে পড়ার আশঙ্কা সৃষ্টি করেছে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক করোনা দুর্যোগকালীন শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে সমন্বিত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন মহামারিকালের এই ক্ষতি পূরণ করতে না পারলে আমাদের গোটা একটি শিক্ষার্থী প্রজন্মই নানা দিক থেকে পিছিয়ে পড়তে পারে। তিনি করোনাকালীন নানামুখী সংকট কাটিয়ে উঠতে স্বল্প আয়ের পরিবারসমূহের শিক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা ও বিনামূল্যে শিক্ষাউপকরণ সরবরাহের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা অধিকার বেচাকেনার পণ্য নয়। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর জন্য এই অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, করোনা দুর্যোগে আর্থিক অনটনের কারণে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার আশঙ্কাও তৈরী করেছে। সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে এসে এই আশঙ্কা দূর করতে হবে। তিনি সার্বজনীন শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, শিক্ষার বাণিজ্যিকরণ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ডাক দেন।
আজ সকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র সংহতির কাউন্সিলর প্রস্তুতি কমিটির আহ্বায়ক রফিকল ইসলাম অভি, সদস্য সচিব তিথি সুবর্ণা, জোনায়েত হোসেন, বিপ্লব হোসেন খান, মুক্তা আকতার কল্পনা, মো. সালিম প্রমুখ।
সভার শুরুতে করোনা দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।