শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বীরমুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বীরমুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বীরমুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে, ১৯৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে পরবর্তীতে তাকে বীরউত্তম খেতাবেও ভূষিত করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, সেক্টর কমান্ডার সি আর দত্তের মৃত্যুর ১১ দিনের মাথায় আবু ওসমান চৌধুরীর মৃত্যু গভীর বেদনার।
আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে জাতি তার আরেক সুর্য সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও তার মুক্তিযুদ্ধের অস্তিত্বের সাথে আবু ওসমান চৌধুরীর সাথে আছে ওতপ্রোত সম্পর্ক। জাতি তার এই সন্তানকে কখনো মিলবে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিবৃতিতে তিনি আবু ওসমান চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।