শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বন্যা দুর্গত কৃষকদেরকে ক্ষতি পোষাতে নগদ ১০ হাজার টাকা করে প্রণোদনা সহায়তা দিন : সাইফুল হক
বন্যা দুর্গত কৃষকদেরকে ক্ষতি পোষাতে নগদ ১০ হাজার টাকা করে প্রণোদনা সহায়তা দিন : সাইফুল হক
ঢাকা :: আজ সকালে বিপ্লবী কৃষক সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জরুরী ভিত্তিতে বন্যা দুর্গত কৃষকদের কৃষি পুনর্বাসনে সমন্বিত ও কার্যকরী পদক্ষেপ নিতে কৃষি মন্ত্রণালয়সহ সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বন্যাপীড়িত উৎপাদক কৃষক পরিবারকে কমপক্ষে নগদ দশ হাজার করে টাকা দেয়া প্রয়োজন। একই সাথে তিনি দুর্গত কৃষকদেরকে কৃষি ঋণ মওকুফ, নতুন করে সুদমুক্ত ঋণ ও স্বল্পমূল্যে কৃষি উপকরণ সরবরাহ করতেও সরকারের নিকট দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই বছরও অধিকাংশ কৃষক সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারেনি। সরকার প্রদত্ত কৃষি ভর্তুকী অধিকাংশ কৃষকেরা চোখেও দেখে না। তিনি বলেন, করোনা দুর্যোগের মত পরিস্থিতি কাটিয়ে উঠতে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে। কৃষি ও গ্রামীণ খাতকে রাষ্ট্রীয় পরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে। গ্রামীণ উৎপাদকদেরকে প্রত্যক্ষ প্রণোদনা প্রদান করতে হবে।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন শান্ত, মতিউর রহমান তপন, শাহাদাৎ হোসেন খোকন, আকবর খান, রফিকুল ইসলাম অভি প্রমুখ।
সভায় কৃষক সংহতির কেন্দ্রীয় সম্মেলনের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়াদি নিয়েও আলোচনা হয়।