শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » উৎপাদনে শ্রমিকদের যে অবদান তার উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা নেই : সাইফুল হক
উৎপাদনে শ্রমিকদের যে অবদান তার উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা নেই : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মানুষ দেশের উৎপাদন ও অর্থনীতির চাকা সচল রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের ন্যায্য পাওনা ও অধিকার থেকে বঞ্চিত। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মহামারীকালেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে রাষ্ট্রীয় পর্যায়ে তার উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা নেই। তিনি বলেন, সরকার ও মালিকেরা কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক ও গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেয় না। তারা শ্রমিকদেরকে উৎপাদনযন্ত্রের বেশী কিছু মনে করে না। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা করোনা দুর্যোগের কথা বলে সরকার থেকে বড় অংকের প্রণোদনা সাহায্য নিয়েছেন; কিন্তু তার দ্বারা শ্রমিকেরা বিশেষ লাভবান হয়নি; বরং এই সময়কালে অমানবিকভাবে হাজার হাজার শ্রমিক ছাটাই করা হয়েছে। অসংখ্য শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এসবের প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, সচেতন সংগঠন ও শ্রমিকদের সংগ্রামী ঐক্য ছাড়া শ্রমজীবী- মেহনতি মানুষের অধিকার আদায় করা যাবে না। এই জন্যে তিনি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
আজ সকালে গাজীপুর ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক সংগঠকদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করতে এলে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংহতি প্রকাশ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মো. আল আমিন ও মো. ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের সংগঠকেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নাঈম খান, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক রফিকুল ইসলাম অভি, জোনায়েত হোসেন, শ্রমিক নেতা মো. আল আমিন, ফারুক হোসেন, মো. হৃদয়, মো. জুয়েল মিয়া, মো. সালাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে গাজীপুর ও ঢাকার সংহতি প্রকাশকারী শ্রমিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।