বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুস্পস্তবক অর্পণ
ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুস্পস্তবক অর্পণ
ঢাকা :: আজ ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের ১৪তম বার্ষিকীতে ২৬ আগষ্ট বুধবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সাধারণ সম্পাদক স্ইাফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর নেতা জোনায়েত হোসেন, আবুল কালাম প্রমুখ পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।
ফুলবাড়ীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নেত্রকোনা, বগুড়া, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং দেশ ও দেশের সম্পদ রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরে দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মহানগর সংগঠকদের সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করোনা দুর্যোগ প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষা এবং জনকল্যাণে তার পরিবেশসম্মত ব্যবহারকে জরুরী করে তুলেছে। তিনি মাটি, পানি, বায়ু, পরিবেশ দূষণকারী উন্নয়নের বর্তমান ধারা পরিবর্তন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। যে উন্নয়ন মানুষকে উদ্বাস্তু করে, নিরাপত্তাহীন করে তা কোন উন্নয়ন নয়। এই চেতনা থেকে ২০০৬ সালে ফুলবাড়ীর মানুষ আত্মবিনাশী কয়লাখনির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বেনিয়া এশিয়া এনার্জী কোম্পানীকে দেশছাড়া করেছিল। তিনি ক্ষোভের সাথে বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা ও সরকারের কাছে মানুষের জানমাল যেমন নিরাপদ নয়, তেমনি জাতীয় সম্পদও নিরাপদ নয়। তিনি ফুলবাড়ীর শহীদদের চেতনায় জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক স্নিগ্ধা সুলতানা ইভা, জোনায়েত হোসেন প্রমুখ।