বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ভারতের স্বার্থে চীনের করোনার ভ্যাকসিন ট্রায়াল বন্ধের চক্রান্ত বন্ধ কর - বাম জোট
ভারতের স্বার্থে চীনের করোনার ভ্যাকসিন ট্রায়াল বন্ধের চক্রান্ত বন্ধ কর - বাম জোট
ঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা গতকাল ২৯ জুলাই সন্ধ্যায় জুম অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র নেতা কমরেড মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা কাফি রতন, ইউসিবিল নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, মনিরুদ্দিন পাপ্পু।
সভার এক প্রস্তাবে দেশের এক তৃতীয়াংশের অধিক জেলায় বন্যার প্রাদুর্ভাবে কয়েক লক্ষ মানুষ পানি বন্দি ও ঘর-বাড়ি ছেড়ে খোলা আকাশের নীচে বাঁধে ও আশ্রয় কেন্দ্রে উঠে অমানবিক জীবন যাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঈদের আগেই বন্যার্তদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। প্রস্তাবে বলা হয়, একদিকে করোনা মহামারি অন্যদিকে বন্যার কারণে পানিবাহিত রোগের সংক্রমণও বেড়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। বাম জোট বন্যার্তদের চিকিৎসা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। বাম জোট মনে করে বাংলাদেশে বন্যা সাংবাৎসরিক বিষয় ফলে বন্যা নিয়ন্ত্রণে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর জোর দিয়ে বলা হয়, নদী-খাল ভরাট, দখল ও দুষণের শিকার ফলে বর্ষাকালে পানি প্রবাহ বেড়ে গেলে নদীর গভীরতা কমে যাওয়ায় ঠিক মত পানি প্রবাহিত হতে না পেরে আশে পাশের এলাকা প্লাবিত করে বন্যা দেখা দেয়। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও নির্মাণে দুর্নীতির কারণেও বাঁধ ভেঙ্গে গিয়ে অনেক এলাকায় বন্যা দেখা দেয়। বাম জোটের সভা থেকে নদী-খাল খনন, দখলকৃত নদী-খাল উদ্ধার, পাউবির দুর্নীতি বন্ধ করে বাঁধ নির্মাণ করাসহ বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বাম জোটের সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, করোনা মহামারি নিয়ন্ত্রণে সারা বিশ্ব ভ্যাকসিনের জন্য অধির আগ্রহে প্রতিক্ষা করছে। সব মিলে প্রায় ১৯৯টি উদ্যোগ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড, যুক্তরাষ্ট্রের মর্ডানা, চীনের সিনোভেক তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। ইতিমধ্যে চীন বাংলাদেশে ঐ ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আইসিডিডিআরবি’র সাথে চুক্তি করেছে। ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়ার সংস্থা বিএমআরসি আইসিডিডিআরবিকে অনুমোদনও দিয়েছে। তার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব চীনের ভ্যাকসিন ট্রায়ালের ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকারকে কোন প্রস্তাব দেয়নি ইত্যাদি কুযুক্তি করে বাঁধা দিচ্ছে। বাম জোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রস্তাবে বলা হয়, সাম্রাজ্যবাদী ভারতসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের স্বার্থেই চীনের ভ্যাকসিন ট্রায়াল বন্ধ করা হয়েছে কিনা তা দেশবাসী জানতে চায়। কারণ ইতিপূর্বে আইসিডিডিআরবি কলেরার ভ্যাকসিন ট্রায়াল করেছে তখনও বিএমআরসি’র অনুমোদন নিয়েই করেছে। মন্ত্রণালয় বা সরকারের অন্য কোন সংস্থার অনুমোদনের দরকার হয়নি। তা হলে এখন কেন বাগড়া দেয়া হচ্ছে? এ ছাড়া বিএমআরসি কর্তৃক চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়ার পর ভারতের গণমাধ্যমে এ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকে। এ থেকে ভারতের প্রভাব খাটানোর বিষয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ থাকে। প্রস্তাবে ভারতের বা অন্য কোন সা¤্রাজ্যবাদী দেশের স্বার্থে রশি টানা টানি না করে দেশের মানুষের সহজে ভ্যাকসিন পাওয়ার স্বার্থে অবিলম্বে চীনের ভ্যাকসিন ট্রায়ালের ব্যবস্থা করার দাবি জানান।