শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » গণঅভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোন পরিবর্তন আনেনি : সাইফুল হক
গণঅভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোন পরিবর্তন আনেনি : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বলেছেন গণঅভ্যুত্থানে শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রাণ দিলেও গণঅভ্যুত্থান তাদের জীবনে কোন পরিবর্তন আনেনি। গণঅভ্যুত্থানের কোন সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি গণঅভ্যত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি।
তিনি বলেন, শ্রমিকদের সাথে মালিক ও সরকার পক্ষের মধ্যে সাক্ষরিত ১৮ দফা চুক্তির অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন শ্রমিকরা স্বস্তিতে না থাকলে অন্তর্বর্তী সরকারেও স্বস্তি আসবেনা।
তিনি বলেন,গারমেন্টস শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করে উৎপাদন গতি আনতে অবিলম্বে স্বাক্ষরিত ১৮ দফা বাস্তবায়নের জন্য মালিক ও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে। তিনি শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরী নির্ধারনেরও দাবি জানান।
আজ শুক্রবার ২৭ ডিসেম্বর বিকালে আশুলিয়ার শ্রীপুরে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনের উদ্বোধনী সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সম্মেলনে বহ্নিশিখা জামালী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্র্বতী সরকারের ভালো কাজও মানুষ মূল্যায়ন করবেনা। তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবি জানান।
আকবর খান বলেন শ্রমজীবী-মেহনতি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ না করে কোন উন্নয়ন হতে পারেনা।
মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, শ্রমিকদের বাঁচার আন্দোলন কোন ষড়যন্ত্র নয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির আহবায়ক অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা আব্দুল হালিম ভূইয়া, মোহাম্মদ সুমন,ডাঃ বাবুল হোসেন, সজল হালদার,মোহাম্মদ শাহজাহান, আশরাফুল ইসলাম আশরাফ ও ময়নুল ইসলাম প্রমুখ।