মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » শ্রমিক ও যুবকদের বিক্ষোভ দমনে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা
শ্রমিক ও যুবকদের বিক্ষোভ দমনে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে শ্রমিক ও যুবকদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর হাতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের জমানায় এই ধরনের দমনমূলক তৎপরতা গভীর উদ্বেগের। তিনি বলেন গতকাল পুলিশী হামলায় আশুলিয়ায় অসংখ্য ও শাহবাগে অনেক তরুণ যুবকেরা আহত হয়েছে। এর মধ্যে অনেকের আঘাত গুরুতর।
বিবৃতিতি তিনি ন্যায্য দাবির কোন আন্দোলন বলপ্রয়োগে দমন করার নীতি থেকে সরে আসার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশী একশান এখুনি বন্ধ করা জরুরী।
তিনি আলোচনার পথে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে শ্রমিক বিক্ষাভ প্রশমনে উদ্যোগী হতে মালিক ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি গ্রেফতারকৃত শ্রমিকদেরও অবিলম্বে মুক্তি দাবি করেন।একইসাথে তিনি শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির যে কোন অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করারও আহবান জানান।
তিনি সরকারি চাকুরী পাওয়ার আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিকে দায়িত্বশীলতার সাথে বিবেচনায় নেয়ার জন্যেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি শ্রমজীবী মেহনতিসহ গণমানুষের ন্যায্য ও যৌক্তিক আন্দোলনে ষড়যন্ত্র না খোঁজার জন্য অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।