বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » প্রবীণ সাংবাদিক ডিপি বড়ুয়া, রশীদ উন নবী ও আলম তালুকদারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্রবীণ সাংবাদিক ডিপি বড়ুয়া, রশীদ উন নবী ও আলম তালুকদারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক ডিপি বড়ুয়া ও রাশীদ উন নবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাদের মৃত্যুতে দেশের গণমাধ্যম দুই কৃতি ও গুণী সাংবাদিককে হারিয়েছে। ডিপি বড়ুয়া বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। ভাষা সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।
একই সাথে বিবৃতিতে তিনি সাবেক অতিরিক্ত সচিব ও দেশের বিশিষ্ট ছড়াকার আলম তালুকদারের মৃত্যুতেও গভীর শোক জানান এবং বলেন, মুক্তিযোদ্ধা এই ছড়াকার আজীবন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা ধারণ করে পেশাগত জীবনেও জনকল্যাণে ব্রতী ছিলেন। সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায়ও তিনি ছিলেন অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, আলম তালুকদার তার সৃষ্টিশীল সাহিত্যকর্মের মাঝেই বেঁচে থাকবেন।
বিবৃতিতে তিনি ডিপি বড়ুয়া, রাশীদ উন নবী ও আলম তালুকদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।