শনিবার ● ১৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » খন্দকার আলী আব্বাস রাজনীতিকে ব্যবসা হিসাবে দেখেননি : সাইফুল হক
খন্দকার আলী আব্বাস রাজনীতিকে ব্যবসা হিসাবে দেখেননি : সাইফুল হক
আজ ঢাকার নবাবগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পতিত আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের পরিনতি থেকে শিক্ষা নিতে দেশের রাজনীতিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, এই জাগরণ - অভ্যুত্থান দেশকে এগিয়ে নেওয়ার এক বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহকে গণ অভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশা ধারণ করা প্রয়োজন। তিনি বলেন, ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারিত্বের পুরনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার অবকাশ নেই।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি সংগ্রামী জননেতা কমরেড খন্দকার আলী আব্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নবাবগঞ্জে আয়োজিত স্মরণ সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। স্মরণসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তিনি খন্দকার আলী আব্বাসের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, রাজনীতিকে তিনি ব্যবসা হিসাবে দেখেননি।তার আপোষহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে।
তার আগে জননেতা খন্দকার আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, শা্হাদাত হোসেন খোকন, পার্টির ঢাকা জেলার নেতা শেখ হেলালউদ্দিন নাছিরউদ্দীন খান প্রমুখ।
উল্লেখ্য জননেতা খন্দকার আলী আব্বাস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।