শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » টেকনাফ - সেন্টমার্টিন উপকুলে মায়ানমারের জান্তা বাহিনীর উসকানিমূলক তৎপরতায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ
টেকনাফ - সেন্টমার্টিন উপকুলে মায়ানমারের জান্তা বাহিনীর উসকানিমূলক তৎপরতায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে টেকনাফের সেন্টমার্টিন উপকুলে মায়ানমারের তিনটি যুদ্ধ জাহাজের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের জলসীমানায় মায়ানমারের যুদ্ধজাহাজের অবস্থানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় মায়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি ও জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে।বাংলাদেশীদের ট্রলার লক্ষ্য করেও ইতিমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এইসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ।
বিবৃতিতে তিনি বলেন, টেকনাফ,সেন্ট মার্টিনসহ সীমান্তবর্তী অঞ্চলে মায়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উসকানি সৃষ্টি করে আসছে। তাদের এইসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতংক তৈরী হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে।
বিবৃতিতে তিনি মায়ানমারের জান্তা বাহিনীর এসব উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে সরকারের নির্বিকার আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন অবিলম্বে মায়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়া দরকার।
তিনি সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েনসহ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।