বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা লতিফুর রহমানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা লতিফুর রহমানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এব্ং বলেছেন তিনি ছিলেন একজন নীতিনিষ্ঠ শিল্প উদ্যোক্তা। তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও ইংরেজী দৈনিক ডেইলী ষ্টার এর প্রধান উদ্যোক্তা হিসেবেও তিনি দেশের গণমাধ্যমের স্বাধীনতায়ও তিনি ছিলেন অঙ্গীকারাবদ্ধ মানুষ।
বিবৃতিতে তিনি বলেন লতিফুর রহমান ব্যক্তি জীবনে নিরাহংকার, মৃদুভাষী ও বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন।
বিবৃতিতে তিনি লতিফুর রহমান শোকার্ত পরিবারের সদস্য সহকর্মী ও শুভার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।