শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » ৭ জানুয়ারী নির্বাচনী প্রহসন ছিল পারিবারিক অংগনে প্রীতি ম্যাচের মতই : সাইফুল হক
৭ জানুয়ারী নির্বাচনী প্রহসন ছিল পারিবারিক অংগনে প্রীতি ম্যাচের মতই : সাইফুল হক
আজ সকালে বাগেরহাটে পার্টির খুলনা - বাগেরহাটের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিপ্পবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন ছিল পারিবারিক অংগনে প্রীতি ম্যাচের মত।সরকারি দল আওয়ামী লীগের বর্ধিত রাজনৈতিক বলয়ের মধ্যে এই নির্বাচন নির্বাচন খেলা সীমাবদ্ধ ছিল।এটাকে উন্মুক্ত নির্বাচন বলার কোন অবকাশ নেই। নির্বাচন উন্মুক্ত ছিল আওয়ামী লীগ ও তার অনুগত দলসমূহের মধ্যে। এই সংসদে বাস্তবে বিরোধী দল বলে কিছু নেই।
তিনি বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচনী তামাশা ছিল ভোটারদের সাথে এক মহাপ্রতারনা।এই নির্বাচনী প্রহসন আরও একবার দেশের মানুষদেরকে চূড়ান্তভাবে অপমান করেছে।
তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারিনি সত্য, কিন্তু এবার বিরোধী দলসমূহের আন্দোলন মানুষের মন জয় করেছে।নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করে মানুষ তার প্রমান দিয়েছে। এর মধ্য দিয়ে মানুষ আগামীতে গণজাগরণ
গণঅভ্যুত্থানের সম্ভাবনাকেও বাঁচিয়ে রেখেছে।
তিনি বলেন, পাকিস্তানে কারচুপির নির্বাচনী ফলাফলের মধ্য দিয়েও মানুষের অবদমিত মনোভাবেরই এক ধরনের প্রকাশ দেখা গেল। বিরোধী দলের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস ও দমন - পীড়ন সত্বেও মানুষ যে বিরোধী দলকেই বেছে নিতে চেয়েছে তাও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনী খেলা দেশকে আরও বিপদজনক পরিনতির দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতা থাকতে যেয়ে সরকার দেশকে পরাশক্তিসমূহের রাজনৈতিক লীলাক্ষেত্র বানিয়ে ফেলছে, বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, অচিরেই আন্দোলন পুনর্গঠিত হবে এবং নতুন সম্ভাবনা নিয়ে আন্দোলন বিকশিত ও জোরদার হবে।
বাগেরহাটের লখপুরে তার গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, খুলনা জেলা কমিটির সম্পাদক কে এম আলীদাদ, শফিকুল ইসলাম, নূর ইসলাম, বাগেরহাট কমিটির শহীদুল হক,মোহাম্মদ মিশকাত, জনি আহমেদ, মোহাম্মদ ইউনুস প্রমুখ।