মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সময় শেষ হবার আগেই ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত করে সংকট উত্তরণে কার্যকরি উদ্যোগ নিন
সময় শেষ হবার আগেই ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত করে সংকট উত্তরণে কার্যকরি উদ্যোগ নিন
আজ বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জবরদস্তি করে আর একটা পাতানো নির্বাচনের পাঁয়তারা দেশকে বহুমুখী বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। বিরোধী দলবিহীন আর একটি নির্বাচনী আয়োজন দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত সংঘর্ষেও নিপতিত করছে। সরকার ও সরকারি দলের একতরফা নীলনকশার নির্বাচনী খেলা বহুমাত্রিক নিষেধাজ্ঞার আশংকা বৃদ্ধি করছে; বাণিজ্য অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য পরিস্থিতিকে শোচনীয় করে তুলছে।তিনি বলেন, গভীর রাজনৈতিক সংকটের সাথে অর্থনৈতিক সংকট যুক্ত হয়ে দেশকে দ্রুত বিপদজনক খাদে নিক্ষিপ্ত করছে।এর সাথে আবার যোগ হয়েছে আন্তর্জাতিক নানা ধরনের নিষেধাজ্ঞার আশংকা।
তিনি বলেন, সরকারের বেপরোয়া ও অযৌক্তিক জেদ, দম্ভ, অহমিকা দেশকে অনাকাঙ্ক্ষিত বিভেদ - বিভাজন আরও প্রকট করবে এবং ক্রমান্বয়ে দেশকে অকার্যকর করে তুলবে।এই পরিস্থিতি দেশে পরাশক্তিসমূহের হস্তক্ষেপের রাস্তা কেবল প্রশস্তই করবে।
তিনি সময় একেবারে শেষ হয়ে যাওয়ার আগেই ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কার্যকরি উদ্যোগ নিতে সরকার, সরকারি দল ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী কয়েক মাস বাংলাদেশে ভারতের পিঁয়াজ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তে পিঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বেচ্ছাচারীতায় এই দাম বৃদ্ধির ঘটনা। প্রস্তাবে বলা হয় সরকারের অকার্যকারীতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য চলছে।
অনতিবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।