সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » ছবিঘর » লঞ্চ ডুবিতে শোকাবহ মৃত্যুর ঘটনায় ও শিক্ষাবিদ কায়কোবাদ মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স শোক
লঞ্চ ডুবিতে শোকাবহ মৃত্যুর ঘটনায় ও শিক্ষাবিদ কায়কোবাদ মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সকালে বুড়ীগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে নিহতদের পরিবারসমূহের পুনর্বাসনের দাবি জানান।
বিবৃতিতে সাইফুল হক দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনার সাংস্কৃতিক জগতের পুরোধা ব্যক্তি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং বলেন, তার মৃত্যুতে দেশ তার এক কৃতি সন্তানকে হারিয়েছে। এই শুন্যতা সহজে পূরণ হবার নয়। তিনি তার বর্ণাঢ্য জীবন ও কর্মের শ্রদ্ধা জ্ঞাপন করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমমর্মীতা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি এ পর্যন্ত করোনায় প্রাণ হারানো সকলের জন্যে গভীর শোক প্রকাশ করেন।