শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » দূর্মূল্যের বাজারে শ্রমিকেরা খুবই কষ্টে আছে : সাইফুল হক
দূর্মূল্যের বাজারে শ্রমিকেরা খুবই কষ্টে আছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ব্যবসায়ীদেরকে কাছে টানতে যেয়ে শ্রমিক স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার ব্যবসায়ীদের অন্যায়কে প্রশ্রয় দিয়ে শ্রমিকদেরকে পথে বসানোর ব্যবস্থা করেছে। সরকার নিজেদেরকে ব্যবসায়ী বান্ধব ঘোষণা দিয়ে শ্রমিকদের জীবন - জীবিকা আরও হুমকির মধ্যে ফেলে দিয়েছে।
তিনি বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির কারণে দুর্মূল্যের বাজারে শ্রমিকেরা অবর্ননীয় কষ্টে আছে।বর্তমান মজুরিতে শ্রমিকদের মাসের ১৫ দিন চলাও কঠিন। তিনি অনতিবিলম্বে জাতীয় মজুরি বোর্ডকে কার্যকরি করে শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি নির্ধারণের আহবান জানান।
তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় ও ভোটের ব্যবস্থা ভেংগে পড়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন হয়েছে, রাষ্ট্র - রাজনীতিতেও তাদের ভুমিকা গুরুত্ব হ্রাস পেয়েছে। তিনি বলেন, শাসকগোষ্ঠী শ্রমিকদেরকে ব্যবহার করে, কিন্তু তাদের অধিকার দেয়না।
তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকদের লড়াকু সংগঠন ও আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান।
আজ সকালে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা এমডি ফিরোজ, নাসির হোসেন, আইয়ুব আলী মোহাম্মদ আলী, নাঈম খান, কবি জামাল সিকদার, মোহাম্মদ রওশন, ওসমান আলী, আবুল কালাম, সালাউদ্দিন প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিকে সমর্থন করে অবিলম্বে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।
সভায় শ্রমিকদের অধিকার ও মুক্তির লক্ষ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।