বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামীকাল ২৮ জুলাই মৎস্য ভবনের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ
আগামীকাল ২৮ জুলাই মৎস্য ভবনের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ
যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনন জোরদার করতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আগামীকাল ২৮ জুলাই ২০২৩ বিকাল ৩ টায় মৎস ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ১ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ দুপুরে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার ও সাকিব আনোয়ার, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে সরকার ও সরকারি দলের উসকানি ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা পরিহার করে আগামীকাল সমাবেশ সফল করার আহবান জানানো হয়।
আগামীকাল গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম এবং মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।