সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় » দেশে করোনায় নতুন আক্রান্ত ৪ হাজার ১৪, মৃত্যু ৪৫
দেশে করোনায় নতুন আক্রান্ত ৪ হাজার ১৪, মৃত্যু ৪৫
ষ্টাফ রিপোর্টার :: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত করা হয়েছে ৪ হাজার ১৪ জনকে।
এই নিয়ে সারাদেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। এবং মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের। সারাদেশে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এই নিয়ে মোট সুস্থ প্রায় ৫৭ হাজার ৭৮০ জন।
দেশের প্রতিদিনের করোনা বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশের প্রায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব ল্যাবের পরীক্ষা মধ্যে দেশে গত ২৪ ঘন্টায় ৪,০১৪ জন শনাক্ত ও ৪৫ জনের মৃত্যু হয়। সোমবার দুপুরে বিষয়টি তিনি নিশ্চিত করেন।