রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বেসামাল হয়ে সরকারি দলের নেতারা নানা স্ববিরোধী ও অসংলগ্ন কথা বলছেন : সাইফুল হক
বেসামাল হয়ে সরকারি দলের নেতারা নানা স্ববিরোধী ও অসংলগ্ন কথা বলছেন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ‘বিদেশীরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কথা বলেনি’ এটা সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার পক্ষে কোন যুক্তি হতে পারেনা। সরকারি দলের নেতাদের এই বক্তব্যের অর্থ হোল তাদের কাছে দেশের মানুষের মতামত নয়, বিদেশীদের চাওয়াই বেশী গুরুত্বপূর্ণ। তিনি সরকারি দলের কাছে প্রশ্ন রাখেন, সরকার ও সরকারি দল কি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিদেশীদের চাপের অপেক্ষা করছে? অন্যদিকে তারা আবার বলছেন, কোন বিদেশী চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না।
তিনি বলেন, জনমতের চাপে বেসামাল হয়ে সরকারের মন্ত্রীরা নানা স্ববিরোধী ও অসংলগ্ন কথাবার্তা বলছেন।
তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থেকে আর একটি সাজানো নির্বাচনের পাঁয়তারা সরকারের মাথা থেকে ঝেড়ে ফেলার দরকার। কারণ দেশের মানুষ আর একটি একতরফা তামাশার নির্বাচনের সুযোগ আর সরকারকে দেবে না।
তিনি বলেন, এবার ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ পরিবর্তনের পক্ষে যে ব্যাপক গণঐক্য গড়ে উঠেছে এবার এই মানুষ বিজয়ী হবে; দেশের গণতান্ত্রিক অভিযাত্রাও নিশ্চিত করবে।
তিনি আজ সকালে ঢাকার কামরাংগির চরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
নাসিরুদ্দিন আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রদীপ রায়, ওসমান গনি, এডভোকেট মুরাদ হাসান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউনুস প্রমুখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন শিক্ষাবিদ মীর রেজাউল আলম।
মতবিনিময় সভায় বহ্নিশিখা জামালী বলেন, সরকারের দেশ পরিচালনার রাজনৈতিক শক্তি না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোথাও সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।এই ধরনের পপরিস্থিতিতে দেশের মানুষ নিদারুন অসহায় জীবনযাপন করছে।
অন্যান্য বক্তারা বলেন, একটা সম্ভাবনাময় দেশ ও তার জনগণকে নিয়ে কেউই যা খুশী তাই করতে পারেনা।বক্তারা ৭১ এর মত আর একটি গণজাগরণের মধ্য দিয়ে জনগণের অধিকার ও মুক্তি অর্জন করার আহবান জানান।