রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া রাজনৈতিক সংকট সমাধানের বিকল্প নেই : আবু হাসান টিপু
সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া রাজনৈতিক সংকট সমাধানের বিকল্প নেই : আবু হাসান টিপু
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য আবু হাসান টিপু বলেছেন, সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া চলমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকট সমাধানের কোন বিকল্প নেই। একদিকে সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তের ফলে দেশে কর্মহীন-বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে প্রতিদিন অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে। অন্যদিকে সরকার ও সরকার দলীয়দের সীমাহীন লুটপাট চুরি দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশ আজ দেওলিয়া হওয়ার পথে। তিনি বলেছেন, অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা না গেলে জনগণের ভাত ও ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পরবে।
বুধবার (১৪ জুন) সকালে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহামুদ হোসেন, শ্রমিকনেতা সহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নাসির হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, সুরুজ আলী মাতুববর, ইয়াছমিন বেগম প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক
আন্দোলনের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দলটি। এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।