রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » গণতন্ত্র মঞ্চের ১৯ জুন সচিবালয় অভিমুখে বিক্ষোভ সফল করার আহবান
গণতন্ত্র মঞ্চের ১৯ জুন সচিবালয় অভিমুখে বিক্ষোভ সফল করার আহবান
আজ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে জামালপুরে বাংলা নিউজ ২৪ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নাদিমকে প্রাণ হারাতে হয়েছে।এটা স্পষ্ট যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারনে তাকে জীবন দিতে হয়েছে। প্রস্তাবে অনতিবিলম্বে নাদিম হত্যার সাথে যুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।
সভায় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূইয়া, আকবর খান, ইমরান ইমন, সাকিব আনোয়ার, হাবিবুর রহমান, মঞ্জুর কাদের প্রমুখ।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে সারাদেশে বিদুৎ ও জ্বালানি সংকট সমাধান এবং খাদ্যপণ্যের ভয়াবহ উর্ধগতির প্রতিবাদে
আগামী ১৯ জুন সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচী সফল করার আহবান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।