রবিবার ● ৩০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » জীবনযাত্রার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী - মেহনতী মানুষ দুঃসহ জীবন পার করছে, শ্রমজীবী পরিবারের খাদ্যগ্রহন কমে গেছে : সাইফুল হক
জীবনযাত্রার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী - মেহনতী মানুষ দুঃসহ জীবন পার করছে, শ্রমজীবী পরিবারের খাদ্যগ্রহন কমে গেছে : সাইফুল হক
আগামীকাল মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ প্রদত্ত এক বিবৃতিতে দেশের শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মেহনতী মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির এই দিনে বাংলাদেশের শ্রমজীবী - মেহনতী মানুষও তাদের অধিকার ও মুক্তির লড়াই এগিয়ে নিতে নতুন করে শপথ নেবে।
তিনি বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী - মেহনতী মানুষকে চরম দুঃসহ জীবন যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে। ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়।বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকুলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আনদোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসাবে প্রচার করে।
তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় শ্রমিক মেহনতিরা আরও ক্ষমতাহীন ও গরীব হয়েছে। সরকার শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের অধিকার দেয়না।
তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে শ্রমিকদের বাঁচার মত মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতির সমাবেশ ও র্যালি আগামীকাল ১ মে সকাল ১০.৩০ এ মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতি সমাবেশ ও র্যালীর আয়োজন করেছে। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালী শুরু হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এই সমাবেশ ও র্যালীতে অংশগ্রহণ করবেন।