শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সেবাখাতে শ্রমিক ধর্মঘট বন্ধের পাঁয়তারা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরনের সামিল
সেবাখাতে শ্রমিক ধর্মঘট বন্ধের পাঁয়তারা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরনের সামিল
আজ বিকালে সম্মিলিত শ্রমিক পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক সেবাখাতে শ্রমিক ধর্মঘট বন্ধের তৎপরতা পরিহার করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং শ্রমিকদের মৌলিক গণতান্ত্রিক ও ট্রেড ইউনিয়নগত অধিকার হরণের কোন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।তিনি বলেন, একদিকে সরকার নিজেদেরকে শ্রমিক দরদি হিসাবে প্রচার করে, আর অন্যদিকে শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যেয়ে মালিকশ্রেণীর পক্ষ নেয়। কথায় কথায় শ্রমিকদের ছাটাই করা হয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে তারা ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে পুলিশ ও সন্ত্রাসী লেলিয়ে দেয়।
তিনি বলেন, বিদ্যমান মজুরিতে শ্রমিক পরিবারের পক্ষে ১৫ দিন চলাও কঠিন। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরী কমিশন গঠন করে বাঁচার মত মজুরি নির্ধারণের দাবি জানান। তিনি শিল্পাঞ্চলে ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ প্রথা তুলে দেবারও দাবি জানান।
তিনি সম্মিলিত শ্রমিক পরিষদের আন্দোলনের দাবির সাথে পার্টির সংহতি ও একাত্মতা প্রকাশ করেন
তিনি মে দিবস উপলক্ষে দেশের শ্রমিকশ্রেণীকে অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সম্মিলিত শ্রমিক পরিষদের নেতা এ এম ফয়েজ হোসেন, মোশাররফ হোসেন মন্টু, হারুন অর রশিদ, আবদুর রহমান, মোহাম্মদ সাহাবউদ্দিন,মোহাম্মদ সোহেল সিকদার,মোহাম্মদ আব্দুল কুদ্দুস আলী, মোহাম্মদ লোকমান হোসেন, আকবর খান প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলনের পরিস্থিতি তুলে ধরেন।
শ্রমিক আন্দোলনে তাঁরা রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।