বুধবার ● ২৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » প্রবীণ নেতা পঙ্কজ ভট্টাচার্যের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেষ শ্রদ্ধা
প্রবীণ নেতা পঙ্কজ ভট্টাচার্যের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেষ শ্রদ্ধা
ঐক্য ন্যাপ এর প্রয়াত সভাপতি প্রবীণ জাতীয় নেতা পঙ্কজ ভট্টাচার্যের প্রতি আজ বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, শহীদুজ্জামান লাল মিয়াসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন ও পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সম্মান প্রদত্ত করেন।