সোমবার ● ২৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » রাঙ্গুনিয়াতে ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন
রাঙ্গুনিয়াতে ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন
স্টাফ রিপোর্টার :: রবিবার ১০ বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ, ২৩ এপ্রিল-২০২৩ খ্রিষ্টাব্দ, ২৫৬৬ বুদ্ধাব্দ চট্টগ্রামের রাঙ্গুনিয়া ১নং রাজানগর (সাতঘরিয়া পাড়া) নব প্রতিষ্ঠিত ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও অষ্টপরিষ্কারসহ সংঘদানানুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।
ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ কর্তৃক আয়োজিত ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি যৌথভাবে স্থাপন করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির, রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ সভাপতি ভদন্ত রাজগুরু ইন্দ্রাচারা মহাস্থবির ও রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাস্থবির।
রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ সভাপতি ভদন্ত রাজগুরু ইন্দ্রাচারা মহাস্থবির এর সভাপতিত্বে প্রথম পর্বে সকাল ১০টায় ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও অষ্টপরিষ্কারসহ সংঘদানানুষ্ঠান-২০২৩ অনুষ্ঠানে রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ধর্মসেন মহাস্থবির আশীর্বাদক, রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাস্থবির প্রধান জ্ঞাতি, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১নং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার প্রধান অতিথি, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর প্রকল্প সম্পাদক ভদন্ত বিজয়ানন্দ থের উদ্বোধক, রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ভদন্ত জ্ঞানবংশ ভিক্ষু প্রধান সদ্ধর্মদেশক, এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ এর প্রভাষক ভদন্ত সুনন্দ মহাস্থবির, ঘাগড়াকুল সাধনানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত লোকমিত্র থের, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, রাঙামাটি উলুছড়া ছাবা বৌদ্ধ বিহারের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নুর মোহাম্মদ আজাদ, বাংলাদেশ ব্যাংক এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রতন বড়ুয়া, কোটরপাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ সমাজ সহ-সম্পাদক উত্তম বড়ুয়া, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি জিনাংসু বড়ুয়া ও ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ এর মহাসচিব ধনঞ্জয় বড়ুয়া রুবেল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত ভিক্ষু সংঘের পিন্ডদান ও অতিথিবৃন্দের আপ্যায়ন শেষে ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও অষ্টপরিষ্কারসহ সংঘদানানুষ্ঠান ২য় পর্বে রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ সভাপতি ভদন্ত রাজগুরু ইন্দ্রাচারা মহাস্থবির এর সভাপতিত্বে শুরু হয়।
এসময় উদ্বোধক হিসাবে ধমীয় দেশনাসহ বক্তব্য রাখেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর প্রকল্প সম্পাদক ভদন্ত বিজয়ানন্দ থের, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১নং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, আশীর্বাদক হিসাবে রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ধর্মসেন মহাস্থবির, প্রধান জ্ঞাতি হিসাবে রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক হিসাবে রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ভদন্ত জ্ঞানবংশ ভিক্ষু, এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ এর প্রভাষক ভদন্ত সুনন্দ মহাস্থবির, ঘাগড়াকুল সাধনানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত লোকমিত্র থের, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, রাঙামাটি উলুছড়া ছাবা বৌদ্ধ বিহারের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নুর মোহাম্মদ আজাদ, বাংলাদেশ ব্যাংক এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রতন বড়ুয়া, কোটরপাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ সমাজ সহ-সম্পাদক উত্তম বড়ুয়া, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি জিনাংসু বড়ুয়া ও ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ এর মহাসচিব ধনঞ্জয় বড়ুয়া রুবেল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়া সোনাইছড়ি জাদি বিহার, দেওয়ান বাজার বেনুবন বিহার ও সোনারগাঁও বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রাঙামাটি উলুছড়া ছাবা বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শাসন রক্ষিত ভিক্ষুসহ প্রায় ২০টি বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘ এছাড়া রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দায়ক-দায়িকাবৃন্দ ও পূণ্যথীগণ ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও অষ্টপরিষ্কারসহ সংঘদানানুষ্ঠানে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের সভাপতি রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ সভাপতি ভদন্ত রাজগুরু ইন্দ্রাচারা মহাস্থবির হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও অষ্টপরিষ্কারসহ সংঘদানানুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।