শিরোনাম:
●   সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে ●   বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদের পুনর্বাসনের কোন সুযোগ নেই ●   দীপংকর তালুকদার এর বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ ●   রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   ৭১ এর চেতনায় ২০২৪ এর গণঅভ্যুত্থান ধারণ করতে হবে ●   নবউত্থিত বাংলাদেশ রাষ্ট্রের সম্ভাবনা নষ্ট করতেই ঠান্ডা মাথায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয় ●   শহীদ বুদ্ধিজীবীসহ লক্ষ লক্ষ শহীদদের জীবনদানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের উন্মেষ ঘটেছে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিলে সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা ●   ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন ●   সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচন বিশেষ কোন কাজে আসবেনা : ডঃ তোফায়েল আহমেদ
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ১৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডা: জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিদেশী বন্ধু অভিজিৎ মজুমদারের স্মৃতি কথা
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডা: জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিদেশী বন্ধু অভিজিৎ মজুমদারের স্মৃতি কথা
৫৫২ বার পঠিত
শনিবার ● ১৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডা: জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিদেশী বন্ধু অভিজিৎ মজুমদারের স্মৃতি কথা

ছবি : অভিজিৎ মজুমদার ও ডা. জাফরুল্লাহ চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অভিজিৎ মজুমদার ।
অভিজিৎ মজুমদার তিনি তার স্মৃতি কথায় লিখেছেন : ডা: জাফরুল্লাহ চৌধুরীকে আমি কিছুটা সম্ভ্রম মিশ্রিত দূরত্ব থেকে প্রথম দেখি লন্ডনে BBC বাংলা বিভাগে একটি রেডিও টকের সুবাদে। ১৯৯৬ সাল। আমি তখন King Streetর Bush House এর ঐ বিভাগে দিনমজুরিতে শিক্ষানবিশি করি। তখনই প্রথম বাঙালী সহকর্মীদের কাছে গণস্বাস্থ্য কেন্দ্রের খবর জানতে পারি। পরবর্তীতে ডা: স্বপনদার সূত্রে তিনি শিলিগুড়িতে জনস্বাস্থ্য সেমিনারে আসেন।
তখন আমার পুরোনো টিনের চালার ঘরে একই বিছানার আমরা কয়েকটা রাত কাটিয়েছি। একদিন সকালে ঘুম ভাঙতে দেখি উনি হাতে ভর দিয়ে পাশ ফিরে আমাকে গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করছেন। কেন আজও জানিনা।
আলোচনা সভায় ডা: জাফরুল্লাহ চৌধুরীর বলেছিলেন বাংলাদেশের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার শিকড়ে রয়েছে পানি আর পায়খানা।
একথা আমি জীবনে ভুলবো না।
বিগত শতকের নয়ের দশকের শেষে সমাজসেবী সংস্থা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমন্ত্রণে গণস্বাস্থ্য সংক্রান্ত আলোচনা সভায় ডা: চৌধুরীর সাবলীল ও সহজবোধ্য ভাষার বক্তব্য আমাদের গভীরভাবে প্রাণিত করেছিল।
এরপর ২০১৭ সালে ঢাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে পুনর্বার সাক্ষাতে উনি আবার শিলিগুড়িতে আসতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার পর ডা: জাফরুল্লাহ চৌধুরীর সাথে শেষ বারের মত দেখা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস এ ২০২৩ সালে ঢাকায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কমরেড ডা: জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এ দশম কংগ্রেসের মধ্যমনি উদ্ধবোধক।
অভিজিৎ মজুমদার ভারত থেকে বাংলাদেশের গণমাধ্যমে পাঠানো ই-মেইল বার্তায় কমরেড ডা: জাফরুল্লাহ চৌধুরীকে অন্তিম রক্তিম অভিনন্দন জানিয়েছেন।
গত মঙ্গলবার ১১ এপ্রিল রাত ১১টার দিকে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের যোদ্ধা বন্ধু সবার বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান ।
লেখক : অভিজিৎ মজুমদার, ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক।





আন্তর্জাতিক এর আরও খবর

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে
সীমান্ত হত্যাকাণ্ড ও বাংলাদেশ - ভারত সম্পর্ক সীমান্ত হত্যাকাণ্ড ও বাংলাদেশ - ভারত সম্পর্ক
পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থায় ধরিত্রী নিরাপদ নয় : সাইফুল হক পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থায় ধরিত্রী নিরাপদ নয় : সাইফুল হক
থাইল্যান্ড থেকে বাংলাদেশী স্বাধীন বড়ুয়া নিশুর ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে স্বর্ণপদক লাভ থাইল্যান্ড থেকে বাংলাদেশী স্বাধীন বড়ুয়া নিশুর ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে স্বর্ণপদক লাভ
ফিলিস্তিনে ইজরায়েলের যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান ফিলিস্তিনে ইজরায়েলের যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান
শুকনো মওসুমে খাল কেটে তিস্তা থেকে পানি প্রত্যাহারে বাংলাদেশ অংশের তিস্তা বাস্তবে পানিশূন্য হয়ে পড়বে শুকনো মওসুমে খাল কেটে তিস্তা থেকে পানি প্রত্যাহারে বাংলাদেশ অংশের তিস্তা বাস্তবে পানিশূন্য হয়ে পড়বে
ভারতে কৃষক জাগরণের বিজয়ের বার্তা-সাইফুল হক ভারতে কৃষক জাগরণের বিজয়ের বার্তা-সাইফুল হক
তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে

আর্কাইভ