রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকারের শেষ রক্ষাকবচ নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন : সাইফুল হক
সরকারের শেষ রক্ষাকবচ নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন : সাইফুল হক
আজ বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকারের শেষ রক্ষাকবচ নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন যথেচ্ছ প্রয়োগ হবে না, সরকারের মন্ত্রীরা বারবার এই ঘোষণা দিয়েও এখন তারা খোদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেই এই আইনে হয়রানিমূলক মামলা রুজু করেছে। মামলা দিয়ে চলেছে প্রথম আলো, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে। সরকার এখন গণমাধ্যমকেও প্রতিপক্ষ বিবেচনা করে তার কন্ঠরোধ করতে দমনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, মুক্তচিন্তা ও মুক্তসাংবাদিকতা নিয়ন্ত্রণ করতে সরকার গঠন ধারাবাহিকভাবে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুনকে যথেচ্ছ ব্যবহার করছে।তিনি বলেন, একধরনের আতংক ও নার্ভাসনেস থেকে এখন তারা এখন সংবাদপত্রসহ গণমাধ্যমকে দমন করে বশে রাখার নীতিকৌশল গ্রহণ করেছে।সরকার এতটাই ভংগুর ও বেসামাল হয়ে পডেছে যে সাধারণ কোন তথ্য ও সত্য উচ্চারনেও সরকারের মধ্যে আতংক দেখা দিচ্ছে। এইভাবে সরকার শেষ রক্ষা করতে পারবেনা।
তিনি অনতিবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কারাবন্দী সাংবাদিক শামসুজ্জামান, যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের মুক্তি দাবি করেছেন।
পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদক কে এম আলীদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সম্পাদক মুনসুর রহমান, খুলনা জেলা কমিটির সদস্য শরিফুল আলম খান, সাজ্জাদুল হক, আরিফুর রহমান, মোঃ মিসকাত শেখ, মনিরুজ্জামান, আসাদুল ইসলাম, মোঃ আকাশ শেখ, মো তাহিদুর রহমান, জিহাদ আরিফ প্রমুখ।