সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » গ্রামীণ জীবন » রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন
রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে এনাম নামে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মী খুন হয়েছে। রবিবার ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পার বাড়ি রাঙামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র হোছনাবাদ শাখায় কর্মরত ছিলেন। সিএইচটি মিডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ শেষে এইচ এ প্লাজা তাদের অফিসে টাকা জমা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। সম্ভবত যুবক তাদের গ্রাহক হতে পারে। এক পর্যায়ে চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত এনামুল হকের (২৭) বাড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায়। সে ওই এলাকার মো. নুরুজ্জমার ছেলে। এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, “যুবক তাদের একজন গ্রাহক। সে তার মা ও বোনের নামে এক লাখ টাকা ঋণ নিয়েছে। কিন্তু ঠিক মতো সে কিস্তি পরিশোধ করতো না। কিস্তির বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, ঘাতক এনামকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।