সোমবার ● ২৩ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » জীবনযাত্রার ব্যায় অনুযায়ী শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করুন
জীবনযাত্রার ব্যায় অনুযায়ী শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করুন
নিজস্ব প্রতিবেদকঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতি, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যায়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে।শ্রমিকেরা এখন যে বেতন পায় তা দিয়ে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও কঠিন। তিনি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যায় বিবেচনা করে শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি নির্ধারণের আহবান জানিয়েছেন। একই সাথে তিনি জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারনেরও দাবি জানান। তিনি পাদুকা শ্রমিক ও পাদুকা শিল্প বাঁচাতে আগামী জাতীয় বাজেটে বিশেষ থোক বরাদ্দ রাখার আহবান জানান। তিনি বলেন, বিশাল সম্ভাবনাময় এই খাত এখনও অবহেলিত। রাষ্ট্রীয় প্রনোদনা ও সহযোগিতা পেলে পাদুকা শিল্প খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।তিনি অধিকার ও মুক্তি অর্জনে পাদুকা শ্রমিকদের আন্দোলন - সংগঠন আরও জোরদার করার আহবান জানান।
গত ২০ মে ২০২২ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির মে দিবসের আলোচনা সভা তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। পাদুকা শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বহ্নিশিখা জামালী আকবর খান,পাদুকা শ্রমিক নেতা বেলাল হোসেন অভি,, আওলাদ হোসেন, নজরুল ইসলাম, গারমেন্টস শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ , আল আমিন প্রমুখ। 1