রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কয়েকজন মন্ত্রীর ফ্রীস্টাইল বক্তব্য - বিবৃতি রাজনীতিতে হিংসা, ঘৃণা আর চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কয়েকজন মন্ত্রীর ফ্রীস্টাইল বক্তব্য - বিবৃতি রাজনীতিতে হিংসা, ঘৃণা আর চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দুই দিনব্যাপী সভার শেষ দিনে আজ গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় সরকারের নীতিনির্ধারক ও কতিপয় মন্ত্রীদের লাগামহীন যথেচ্ছ বক্তব্য সরকারের অস্থিরতা ও বেসামাল অবস্থার বহিঃপ্রকাশ। কতিপয় মন্ত্রীরা প্রতিদিন যা খুশী তাই বলেছেন। অস্থির ও অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাদের
‘ফ্রীস্টাইল’ বক্তৃতা বিবৃতি রাজনীতিতে আরো হিংসা, ঘৃণা ও চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে; প্রতিশোধের রাজনীতিকে ক্রমান্বয়ে উসকানি দিয়ে চলেছে।
রাজনৈতিক পরিষদের প্রস্তাবে বলা হয় আগামী নির্বাচন সামনে রেখে যখন দরকার ছিল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে বিদ্যমান বহুমুখী সংকট উত্তরণের পথ বের করা তখন সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরো বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে।
প্রস্তাবে সরকারকে এই আত্মঘাতী রাজনৈতিক কৌশল পরিহার করে সংকট উত্তরণে রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
সভায় গৃহীত আর এক প্রস্তাবে সাম্প্রতিক সময়ে বিচারবহির্ভূত হত্যাকান্ড বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং অনতিবিলম্বে এই রাষ্টীয় সন্ত্রাস বন্ধ করার দাবি জানানো হয়।প্রস্তাবে বলা হয়, এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশের প্রচলিত বিচার ব্যবস্থাকে অস্বীকার করার সামিল। এসব ঘটনায় আসল অপরাধীদেরকে রক্ষা করার জন্য জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে।
সভায় আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করারও আহবান জানানো হয়।